এওয়াজ দলিল বাতিল করার নিয়ম
আসসালামু আলাইকুম! আপনি কি এওয়াজ অর্থ কি ও এওয়াজ দলিল করার নিয়ম এবং এওয়াজ দলিল বাতিল করার নিয়ম সম্পর্কে জানেন? এই পোস্টে এওয়াজ দলিল করার নিয়ম এবং এওয়াজ দলিল বাতিল করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। তাই এওয়াজ দলিল করার নিয়ম এবং এওয়াজ দলিল বাতিল করার নিয়ম সম্পর্কে জানতে পোস্টটি পড়ুন।
এছাড়াও এওয়াজ দলিলের ফরমেট এবং এওয়াজ দলিলের খরচ নিয়ে আলোচনা করা হবে। যারা এওয়াজ অর্থ কি ও এওয়াজ দলিল বাতিল করার নিয়ম সহ অন্যান্য বিষয়ে জানতে চান তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ। তো চলুন এওয়াজ অর্থ কি ও এওয়াজ দলিল বাতিল করার নিয়ম এবং এওয়াজ দলিলের ফরমেট সহ অন্যান্য বিষয় সম্পর্কিত পোস্টটি শুরু করি।
সূচিপত্র: এওয়াজ দলিল বাতিল করার নিয়ম
- এওয়াজ অর্থ কি - এওয়াজ দলিল করার নিয়ম
- এওয়াজ দলিলের ফরমেট
- এওয়াজ দলিল বাতিল করার নিয়ম
- এওয়াজ দলিলের খরচ
- শেষকথা
এওয়াজ অর্থ কি - এওয়াজ দলিল করার নিয়ম
এওয়াজ শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। তবে অনেকে জানেন না এওয়াজ অর্থ কি সে সম্পর্কে। কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির পরিবর্তে অপর কোনো সম্পত্তির বিনিয়ম কে এওয়াজ দলিল বলে। এওয়াজ দলিল করার নিয়ম রয়েছে। অনেকে এওয়াজ দলিল করার নিয়ম সম্পর্কে অবগত নয়। এওয়াজ দলিল করার জন্য অবশ্যই জমিটি রেজিস্ট্রি করতে হবে৷
নির্দিষ্ট কিছু নিয়মানুযায়ী এই দলিল করা হয়। এটার মানে হলো ক এর জমি খ আর খ এর জমি ক এর কাছে হস্তান্তর। এরুপ জমি হস্তান্তর কেই মূলত এওয়াজ দলিল বলে অ্যাখায়িত করা হয়। নিশ্চয়ই এই বিষয়ে বুঝতে পেরেছেন। এছাড়া এওয়াজ দলিল বাতিল করার নিয়ম ও এওয়াজ দলিলের ফরমেট জানতে পরবর্তী অংশটি পড়ুন।
এওয়াজ দলিলের ফরমেট
এওয়াজ দলিলের ফরমেট দেখলে আপনারা অনেক বিষয়ে ধারণা পাবেন। তাই যাদের এওয়াজ দলিল কি রকম তা সম্পর্কে ধারণা নেই তাদের বোঝার সুবিধার জন্য এই পাঠে আমরা সেসব ফরমেট নিয়ে জানাবো। এওয়াজ দলিলের ফরমেট দেখতে এই লিংকে প্রবেশ করুন। লিংক: (https://reportbd.net/) এ লিংকে গিয়ে এওয়াজ দলিলের সকল ধরনের ফরমেট গুলো দেখে নিন। তাহলে ধারণা পাবেন। এছাড়া এওয়াজ দলিল বাতিল করার নিয়ম ও এওয়াজ দলিলের খরচ জানতে নিচের পাঠগুলো অনুসরণ করুন।
এওয়াজ দলিল বাতিল করার নিয়ম
এওয়াজ দলিল বাতিল করার নিয়ম কি তা অনেকে জানেননা। এওয়াজ দলিল বাতিল করার নিয়ম গুলো যারা হস্তান্তর করে তাদের জন্য জানা জরুরি। এওয়াজ দলিল বাতিল করার নিয়ম এটি কোনো সরাসরি রেজিস্ট্রির মাধ্যমে করা যায় না। কোনো কারণে যদি সেটা বাতিল করতে হয় তাহলে সেটা আদালতের মাধ্যমে মোকদ্দমা করে বাতিল করার গ্রহণ করতে হবে। সুনির্দিষ্ট আইন ১৮৭৭ এর ৩৯ ধারায় এ সম্পর্কে ব্যাখ্যা রয়েছে।
এই ধারা অনুসারে আদালত পদক্ষেপ গ্রহণ করে এটি বাতিল করে থাকে। এই ধারায় আরো বর্ণিত রয়েছে যে, বাতিলের জন্য সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ থাকতে হবে। যদি এরুপ না থাকে তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই এটি করার পূর্বে অবশ্যই সকল দিক বিবেচনা করেই করা দরকার। আশা করি এওয়াজ দলিল বাতিল করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া এওয়াজ দলিলের খরচ জানতে নিচের পাঠ টি পড়ুন।
এওয়াজ দলিলের খরচ
এওয়াজ দলিলে বিভিন্ন ধরনের খরচ রয়েছে। যেমন: রেজিষ্ট্রেশন ফি বাবদ মেট মূল্যের ২%, স্টাম্প শুল্ক বাবদ মোট মূল্যের ৩%, স্থানীয় সরকার কর মোট মূল্যের ৩%, উৎস কর মোট মূল্যের ২%, স্টাম্প হলফনামা ২০০ টাকা, ই ফি বাবদ ১০০ টাকা সহ অন্যান্য খরচ। এই খরচে আপনি চাইলে এওয়াজ দলিল করে নিতে পারবেন। আশা করি আপনারা যার এই বিষয়ে জানতেন না তারা জানতে পেরেছেন।
এওয়াজ দলিল বাতিল করার নিয়ম: শেষকথা
এওয়াজ দলিল সম্পর্কে যাদের পূর্ব ধারণা নেই তাদের জন্য এই পোস্ট টি উপকারী হবে। এই পোস্টে এওয়াজ দলিল সম্পর্কে নানা তথ্য যেমন, এওয়াজ দলিল করার নিয়ম, এওয়াজ দলিলের ফরমেট ও এওয়াজ দলিল বাতিল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। তো যারা এসব বিষয়ে জানতেন না তারা অবশ্যই পোস্ট টি মনোযোগ সহকারে পড়বেন। নিশ্চয়ই পোস্ট টি আপনাদের কাজে আসবে।
আরো পড়ুনঃ অতিরিক্ত প্রস্রাব হলে কি করণীয়
আশা করি আজকের পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন এমন ভালো ভালো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url